প্রেস বিঙ্গপ্তি :
যশোরে চেক জালিয়াতির মাধ্যমে বিআরডিবি এর পেনশনের টাকা আত্মসাৎ মা ও ছেলেকে গ্রেফতার করেছে যশোর পিবিআই পুলিশ।
আসামি ১। উত্তম কুমার বিশ্বাস (৪০), পিতা- মৃত রঞ্জন বিশ্বাস, ২। মাধবী রাণী বিশ্বাস (৫৭), স্বামী- মৃত রঞ্জন বিশ্বাস, সর্বসাং-তাহেরপুর, থানা- মনিরামপুর, জেলা- যশোরদ্বয়ের বিরুদ্ধে বাদী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), জেলা দপ্তর, যশোর হিসাব রক্ষক, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর বরাবরে অভিযোগ দাখিল করলে পুলিশ সুপার মহোদয় অভিযোগের বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধানের জন্য এসআই(নিঃ) রেজোয়ান, পিবিআই, যশোর জেলাকে নির্দেশ প্রদান করেন। এসআই(নিঃ) রেজোয়ান কর্তৃক অনুসন্ধানকালে জানা যায়, আসামীদ্বয় বিআরডিবি, যশোর এর উপ পরিচালক মোঃ কামরুজ্জামান ও উপ প্রকল্প পরিচালক মোঃ জহুরুল ইসলাম এর স্বাক্ষর জাল করে ও জাল সীল তৈরি করে ভূয়া জেনেও সঠিক হিসেবে ব্যবহার অগ্রণী ব্যাংক লিঃ, রেল বাজার শাখা, যশোর হতে গত ইং ০৯/০৭/২০২৩ তারিখে ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা ও গত ইং ১০/০৭/২০২৩ তারিখে অগ্রণী ব্যাংক লিঃ, কালিগঞ্জ শাখা, ঝিনাইদহ হতে ৭,৯৯,০০০/- (সাত লক্ষ নিরানব্বই হাজার) টাকা উত্তোলন করে যা অনুসন্ধানকালে আসামী উত্তম কুমার বিশ্বাস ও মাধবী রাণী বিশ্বাস উক্ত ঘটনার সহিত জড়িত মর্মে সত্যতা পাওয়া গেলে পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম, অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ত¡বধান ও দিক নির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্তে¡ এসআই(নিঃ) রেজোয়ান কর্তৃক উত্তম কুমার বিশ্বাস (৪০), পিতা- মৃত রঞ্জন বিশ্বাস, সাং-তাহেরপুর, থানা- মনিরামপুর, জেলা- যশোরকে গত ০১/০৮/২০২৩ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.৩০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী থানাধীন রাজারহাট এলাকা থেকে ফৌঃকাঃবিঃ ৫৪ ধারায় গ্রেফতার করা হয়। অতঃপর ১নং আসামির দেওয়া তথ্যমতে তার মা আসামি ২। মাধবী রাণী বিশ্বাস (৫৭), স্বামী- মৃত রঞ্জন বিশ্বাস, সাং-তাহেরপুর, থানা-মনিরামপুর, জেলা-যশোরকে গত ০১/০৮/২০২৩ তারিখ রাত অনুমান ২১.৪৫ ঘটিকার সময় তার নিজ বাড়ী থেকে ফৌঃকাঃবিঃ ৫৪ ধারায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা নং-৬/২৩, তারিখ-০২/০৮/২০২৩ খ্রিঃ, ধারা- ৩৮০/৪৬৫/৪৬৭/৪৭১/ ৪২০/১১৪ পেনাল কোড রুজু হয়।
উক্ত মামলাটি পিবিআই, যশোর জেলা স্ব-উদ্দ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার এসআই (নিঃ) রেজোয়ান এর উপর অর্পণ করা হয়। মামলার তদন্তভার গ্রহণ করে এসআই(নিঃ) রেজোয়ান মামলাটি তদন্তকালে আসামী মাধবী রাণী বিশ্বাস জানায় পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), প্রতিষ্ঠানের যশোর জেলা দপ্তরের “পেনশন ফান্ড, যশোর” শিরোনামে অগ্রণী ব্যাংক লিঃ, দড়াটানা, যশোর শাখার এসটিডি হিসাব নম্বর ০২০০০১৫৫১৬৬৯৮ এর ব্যাংক হিসাবের মাধ্যমে পেনশন গ্রহণ করতেন। সে কারণে অগ্রণী ব্যাংক লিঃ, দড়াটানা, যশোর শাখা উক্ত আসামীর নিয়মিত যাতায়াত ছিল সে সুযোগে আসামী মাধবী রানী ও আসামী উত্তম কুমার বিশ্বাস বিআরডিবি হতে ৪৪৪৫৮৩৮ নম্বর চেকের পাতা চুরি করে অগ্রণী ব্যাংক লিঃ, রেল বাজার শাখা, যশোর ও অগ্রণী ব্যাংক লিঃ, কালিগঞ্জ শাখা, ঝিনাইদহ হতে টাকা উত্তোলন করে আত্মসাৎ করে মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। আসামী মাধবী রানী ও উত্তম কুমার বিশ্বাসদ্বয়কে অদ্য ০২/০৮/২০২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য কোন আসামী আছে কিনা সে বিষয়ে তদন্ত অব্যহত আছে।