মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ
যশোর সদর উপজেলা বিভিন্ন চাষের মাঠে শস্য ফসল উঠাতে ব্যস্ততার সহিত পার করছে স্থানীয় কৃষকরা। শুক্রবার সকালে চাষের মাঠে সরিষা ফসল উঠাতে কৃষকরা ব্যস্ত সময় পার করতে দেখা যায়। সরে জমিনে দেখা যায়, যশোর সদরে বিভিন্ন চাষের মাঠে কৃষকরা তারা তাদের জমিতে সরিষা ফসল উঠাতে দেখা মেলে। এই বিষয়ে সরিষা চাষী ওমর আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এবার আমাদের চাষের মাঠে উঁচু জমিতে সবার সরিষার ভালো ফলন হয়েছে বলে জানান। তিনি আরো বলেন আমাদের চাষের মাঠে অনেক কৃষক সরিষা বপন করেছেন। তবে এবার কৃষকরা নীচের চাষের জমিতে সরিষার বীজ বপন করেছেন। তবে বৃষ্টির কারণে এবার নীচের জমিতে সরিষা ভালো ফলন হয়নি কিন্তু চাষের মাঠে উঁচু জমিতে সরিষার ফলন ভালো হয়েছে। তবে গত বছরের চেয়ে এবার কৃষকেরা চাষের মাঠে বেশি সরিষা বপন করেছেন ভালোর ফলনের আশায়। কিন্তু বৈরী আবহাওয়া এবং বৃষ্টি হওয়ায় কারণে নিচের জমির সরিষার ফসল গুলো নষ্ট হয়ে যায়। তিনি আরো জানান, এ বছরে উঁচু জমিতে সরিষার ফলন ভালো হয়েছে।