প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৫:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৩, ১২:৩১ অপরাহ্ণ
যশোরে চাষের মাঠে কৃষকরা আমন ধানের চারা রোপনে ব্যস্ত
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের বিভিন্ন মাঠে কৃষকরা আমন ধানের চারা রোপণে ব্যস্ত হয়ে পড়েছে। ২৪ শে জুলাই সোমবার সকালে চাষের মাঠে কৃষকরা এই আমন ধান রোপনের ব্যস্ততার সময় পার করছেন। সরজমিনে গিয়ে দেখা যায় রামনগর ইউনিয়নের বিভিন্ন চাষের মাঠে কৃষকরা তারা তাদের চাষের জমিতে আমন ধানের চারা রোপণ করছেন।
এ বিষয়ে কৃষক সেলিম রেজা এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বাজুয়াডাঙ্গা চাষের মাঠে ১ একর জমি লীজ নিয়ে আমন ধানের চারা রোপন করছি। তবে শ্রাবণ মাসে মাঠে পানি থৈ থৈ করে তবে আকাশে বৃষ্টি না হওয়ার কারণে ডিপ টিউবওয়েল দিয়ে পানি দিয়ে আমি আপন ধানের চারা রোপন করছি। তবে প্রতিবছরের ন্যায় শ্রাবণ মাসে চাষের মাঠে পানি থৈ থৈ করে কিন্তু এ বছরে পানির আকাশে পানি না হওয়ার কারণে এমন অবস্থা দেখা দিয়েছে। তবুও আমাদের মতন কৃষক চাষের মাঠে জমি ফেলে রেখে ক্ষতি ছাড়া কোন লাভ নেই।
তাই সেরাজের মাসে পানি নাই মাঠের জমি শুকিয়ে যাচ্ছে ধানের চারা পানির অভাবে লাল হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে। চাষাদের বিকল্প পদ্ধতিতে ডিব টিউবওয়েলের পানি দিয়ে আমরা আমন ধানের চারা রোপন করছি। খরচ বেশি হলেও আমাদের চাষের জমিতে ধান রোপন করতে হবে। তিনি আরো বলেন এই শ্রাবণ মাসে যদি পানি বা বৃষ্টি যদি না হয় তাহলে চাষীরা বিপাকে পড়ে যাবে। অনেক জায়গায় জানা গেছে, ছ্যালো বোরিং এর পানি সংকট দেখা দিয়েছে। এমন অবস্থায় চলতে থাকলে চাষীরা চরম বিপদে পড়বে বলে জানান।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com