যশোর সদর উপজেলা সতীঘাটা কামালপুর চাষের মাঠে আমন ধানের বীজের চারা বপন করতে দেখা যায়। শুক্রবার পড়ন্ত বিকালে সতীঘাটা কামালপুর চাষের মাঠে এই ধানের বীজের চারা বপনের দৃশ্য দেখা মেলে। এই আমন ধানের বীজের চারা ভবনের বিষয় চাষী বাবুল আক্তার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রথম বাজার থেকে এই ৫১ ধানের বীজ ক্রয় করে বাড়িতে আনি।
তারপর বালতি বা মাটির কোলা ভিতরে এই বীজ ধান ২৪ ঘন্টা ভিজে রেখে দিতে হয়। তারপর এই বীজ ধান একটি ছালার বস্তার মধ্যে মুখ বেঁধ ২ থেকে ৩ দিন রেখে দেয়ার পর বীজের চারা পরিণত হয়। এরপর চাষের মাঠ কদমক্ত তৈরি করে এই চারা বপন করতে হয়।
চাষী বাবুল আক্তার আরো বলেন, এই ধানের বীজ চারা বপনের পর ৩৫ থেকে ৪০ দিন পর এটা পরিপূর্ণভাবে রোপনের জন্য তৈরি হয়ে যায়। এরপর এ ধানের চারা মেরে চাষের জমিতে রোপন করার পর। এ ধানের চারা রোপনের পর ৯০ থেকে ১২০ দিনের মধ্যে এটা সোনার ফসলের পরিণত হয়।