যশোরে কোতয়ালী থানার নবাগত ওসি’র সঙ্গে কচুয়া আ’লীগ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাকের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শনিবার ( ৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবাগত ওসির সঙ্গে এই মতবিনিময়, সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্ল্যা, আওয়ামী লীগ নেতা বাবলু, মিজানুর, মুরাদ, কচুয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইশারত ও যুগ্ম আহবায়ক বিপুল, যশোর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমরান আলী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। উল্লেখ্য ১৭ সেপ্টেম্বর রাতে আনুষ্ঠানিক ভাবে কাজে যোগদান করেন তিনি। কোতয়ালি থানার সদ্য সাবেক ওসি মোঃ তাজুল ইসলামকে বদলী করা হয়েছে মেহেরপুরের গাংনী থানায়। এর আগে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম কে মেহেরপুরের গাংনী থানায় এবং গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাককে যশোরে কোতয়ালী মডেল থানায় বদলি করা হয়। আদেশ পেয়েই রবিবার রাতে কাজে যোগদান করেন তিনি। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক কোতয়ালি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ, মাদক সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, আইনের বাইরে কোন কিছু করা হবেনা। অন্যায়, বিশৃংখলা ও সমাজের জন্য ক্ষতিকর কোন কিছুই প্রশ্রয় দেওয়া হবে না। মানুষকে ভালো রাখতে হলে আইনের সঠিক প্রয়োগের বিকল্প নেই। আইনের কাছে প্রত্যেকটি নাগরিকই সমান। তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।

error: Content is protected !!