প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৪, ৭:৪২ অপরাহ্ণ
যশোরে কৃষকেরা একসাথে বসে পানতা ভাত কাচাঁ মরিচ, পিয়াজ আখের গুড় ও রুটি খাওয়ার দৃশ্য
যশোর সদরে সতীঘাটা কামালপুর চাষের মাঠে কৃষকেরা সকালে কাজের বিরতি পর একসাথে বসে পানতা ভাত, কাচাঁ ঝাল পিয়াজ, আখের গুড় দিয়ে রুটি খাওয়ার দৃশ্য দেখা যায়। মঙ্গলবার সকালে কৃষকেরা কয়েকজন একসাথে বসে এই খাওয়ার দৃশ্য দেখা মেলে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, যশোরে সতীঘাটা কামালপুর চাষের মাঠে মঙ্গলবার সকালে কৃষকরা ক্ষেতের ধান কাটার বিরতির পর সড়কের সংলগ্নে বিডিং এর গাছের ছায়াই তলে এক সাথে বসে একদল কৃষক পানতা ভাত সাথে রয়েছে কাচাঁ মরিচ, পিয়াজ, আরও রয়েছে রুটি সাথে আছে আখের গুড় দিয়েই খাবার খেতে দেখা যায়।
সকালে কিছুক্ষণ কাজের বিরতির পর এই খাবারের বিষয় কৃষক সেলিম রেজা, আবু তাহের, আবু দাউদ, সিদ্দিক আলী, সাইদুল ইসলাম, আজিজ বিশ্বাস রনি দফাদার, আব্দুর রউব এর কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা একদল কৃষক ইরিধান কাটার মৌসুমে সকালে চাষের মাঠে কিছুক্ষণ ধান কাটার পর বিরতির সময় তীব্র তাপদাহে থাকার কারণে গাছের ছায়াই, বিডিং এর ছায়াই একসাথে বসে পানতা ভাত, তার সাথে রয়েছে কাচাঁ মরিচ, পিয়াজ, আবার কেউ আটার রুটি, সাথে আছে আখের গুড়, দিয়েই খাবার খাচ্ছি। তবে আমাদের মত কৃষকের বাড়ীতে রাতে ভাত রান্না করে খাবার খেয়ে ঐ ভাতে পানি দিয়ে রাখেন। পরেরদিন সকালে ঐ পানতা ভাত কাচাঁ মরিচ, পিয়াজ, আবার কেউ আটার রুটি, বানিয়ে পরিবারের স্ত্রী অথবা মেয়েরা লুঙ্গি বা গামছা দিয়ে বেধেে দেয়। সেই গুলো সঙ্গে নিয়ে তারা কর্মে চলে যান।
আবার কেউবা তাদের পরিবারবর্গরা সকালে সঠিক খাবারের সময় হলে তারা কর্মস্থলে খাবার পাঠিয়ে দেন। তবে এই দৃশ্য গুলো সকালে গ্রামাঞ্চলে কৃষকরা এমন খাবার খাওয়ার ক্ষেতে দেখা যায়।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com