মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ
প্রতি বছরের ন্যায় এ বছর ও কুয়াদা বাজুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ উৎসব - ২০২৪। ০১/০১/২০২৪ ইং তারিখ সোমবার যশোর সদরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এরই ধারাবাহিকতায় যশোর সদরের কুয়াদা বাজিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। বাজুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি জনাব কার্তিক দাস চক্রবর্তী সভাপতিত্বে বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে এই নতুন বই বিতরণ করেন। এই নতুন বিতরণ কালে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সরকারি শিক্ষক মহিবুল আলম, সরকারি শিক্ষক মোছাঃ মাহমুদা আক্তার, বিউটি বৈরাগী, শেফালী খাতুন, নাসরিন শিউল, মমতাজ সুলতানাসহ বিদ্যালয় শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। ২০২৪ সালের নতুন বছরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দে উল্লাস।