প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৩, ১:৩১ অপরাহ্ণ
যশোরে কুয়াদা বাজারে কাঁচামালের দাম উর্ধ্বগতি
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
যশোরে কুয়াদা বাজারে কাঁচামালের দাম উর্ধ্বগতিতে বেড়ে চলেছে তার দেখার কেউ নেই। সোমবার বিকালে কুয়াদা বাজারে কাঁচামালের দাম উর্ধ্বগতি দেখা যায়। সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, আলুর প্রতি কেজি ৫০ টাকা, পিয়াজের কেজি ৭৫ - ৮০ টাকা, কাঁচাঝালের কেজি ২০০ টাকা, শুকনা মরিচ প্রতি কেজি ৪৫০ - ৫০০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ৬০ টাকা, পাতাকপি প্রতি কেজি ৪০ টাকা, রসুন প্রতি কেজি ১৮০ - ২০০ টাকা, করলার প্রতি কেজি ৬০ টাকা, কাঁচকলা প্রতি কেজি ৪০ টাকা, পেঁপে প্রতি কেজি ২০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, কচুর মুখি প্রতি কেজি ৭০ টাকা, ওল প্রতি কেজি ৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৪০ টাকা, লাউ পিস ৪০ - ৫০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৫০ - ৬০ টাকা, কেজি ধরে বিক্রি হচ্ছে। বাজারে আসা সাধারণ জনগণের কাছে জানতে চাইলে তারা বলেন, বাজারে মালের দাম উর্ধ্বগতি দেখা যাচ্ছে। আমাদের মতো খেটে খাওয়া মানুষের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। জনগণ চায় বাজার স্বাভাবিক হোক। তারা বলেন আলু পিয়াজ রসুন কাঁচাঝাল যদি স্বাভাবিক হতো তাহলে আমাদের মতো খেটে খাওয়া মানুষের পক্ষে সক্ষম হতো।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com