যশোরে কুয়াদা দোনারে দমদম পীর দিঘিতে ৬ মাস মৃত্ ৬ মাস জীবিত কেলকদম ফুল গাছের সন্ধান 

লেখক:
প্রকাশ: 2 years ago

মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার
যশোরে মনিরামপুর উপজেলা ৩ নং ভোজগাতী  ইউনিয়নে কুয়াদা দোনারের দমদম পীরের দিঘি তে ৬ মাস জীবিত ৬ মাস মৃত কেলকদম ফুল গাছের সন্ধান মিলেছে। মঙ্গলবার সকালে কুয়াদা  দোনারে দমদম পীর দিঘিতে এই কেল কদম ফুল গাছের সন্ধান মিলে। এলাকাবাসির সূত্রে জানা যায় মনিরামপুর উপজেলার কুয়াদার দোনারে দমদম পীর দিঘীতে প্রায় ১২ টি কেলকদম ফুলের গাছ ছিল। কালের অবর্তমানে এবং অবহেলার কারণে এখন অবশেষে ১ টি গাছ অবশিষ্ট থেকে যায়। এই কেলকদম ফুলের গাছটি যখন ফুল ফোটে তখন এলাকায় তার সুগন্ধিতে ছড়িয়ে পড়ে। তার সুগন্ধের সুভাষ নিতে বা এই গাছটি এক নজর  দেখার জন্য ওই পীরের দিঘিতে ভিড় জমাত,  এবং ফুলের সুবাসে জনগণ আনন্দ উপভোগ করতো। স্থানীয় জনগনরা আরো জানান, গত বছর একটি মায়া ও একটি মদ্দা এ দুটি ফুলের গাছ ছিল। তবে ঐ দিঘিতে জনগণ মাছের চাষের কারণে একটি নষ্ট করে ফেলে। দুঃখের বিষয় এই ১ টি কেলকদম ফুল গাছটি শুধুই স্মৃতি স্বরূপ। দমদম পীর দিঘিতে ফুলের গাছটিতে আর কখনো ফুল ফুটবে না বলে জানান কারণ জোড় না থাকিলে তার কোন কিছু শোভা পায় না।
error: Content is protected !!