যশোরে কুয়াদা ডহরসিংঙ্গা মাঠে ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:

যশোর সদর উপজেলা কুয়াদা ডহরসিঙ্গা সততা আনন্দ ক্লাবের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কুয়াদা ডহর শিঙ্গা মাঠে এ কমিটির উদ্যোগে এই ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জানা যায়, যশোরের কুয়াদা ডহরসিংঙ্গা মাঠে যশোর এবং মনিরামপুর উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে কুয়াদা এই ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতায় ৩৬ টি ঘুড়ি অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে কমিটির নেতৃবৃন্দরা ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন , প্রথম পুরস্কার মনিরামপুর উপজেলা লাউ কুন্ডা গ্রামের লিটন হোসেন প্রথম স্থান, দ্বিতীয় একই গ্রামের লিটন হোসেন তৃতীয় হয়েছেন একই গ্রামের সাব্বির হোসেন। অনুরূপভাবে ঘড়ি প্রতিযোগিতার ডহরসিঙ্গা মাঠে গ্রামের মা বোনেরা চেয়ার সেটিং এবং হাড়িভাঙ্গা ও দড়ি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে এখানে মা বোনেদের চেয়ার চ্যাটিং প্রতিযোগিতা প্রথম স্থান হাবিবা খাতুন কামালপুর, দ্বিতীয় হয়েছেন, মনিরা খাতুন ডহরসিঙ্গা, তৃতীয় হয়েছেন হিরা খাতুন ডহরসিঙ্গা , বিবাহিত ও অবিবাহিত মধ্য দড়ি টানাটানি প্রতিযোগিতায় প্রথম হয়েছে অবিবাহিত । হারিয়ে যাওয়া এই গ্রাম বাংলা ঐতিহ্যবাহী ঘুড়ি প্রতিযোগিতা যশোরের কুয়াদা অঞ্চলের মানুষেরা টিকিয়ে রেখেছেন। ও ডহরসিংঙ্গা সততা আনন্দ ক্লাবের কমিটি নেতৃবৃন্দরা প্রতিবছরের ন্যায় এই ডহরসিঙ্গা মাঠে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী ঘুড়ি প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যবস্থা করেন। দূরদূরান্ত থেকে আসা জনগণ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা খেলা দেখতে এবং উপভোগ করতে ও সততা আনন্দ ক্লাবের কমিটি নেতৃবৃন্দকে সাধুবাদ জানান। কুয়াদা ডহরসিঙ্গা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা সততা আনন্দ ক্লাবের উদ্যোগ দাতারা হলেন, কবির, আফজাল, মাহবুব, রাকিব, লালচাঁদ,শাহিন, ইব্রাহিম, ডাবলু, মেহেদী,সুমন , শাহরুখ, আশিক, জাহাঙ্গীর, হালিম, সাগর সাকি টিটো রবিউল প্রমুখ।

error: Content is protected !!