মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার পূর্ব শত্রুতা যে ধরে ১১ নং রামনগর ইউনিয়নে ৯ নং ওয়ার্ড হাতিয়ার হাটে ঋষি পল্লীতে কালীচরণ মন্ডলের ১১ টি চিনের হাঁস তার প্রতিবেশি ধলা রানী মন্ডল বিষ প্রয়োগে মেরে ফেলেন। শনিবার আনুমানিক ৩ টা ৩০ মিনিটে কালীচরণ মন্ডলের ১১ টি চিনের হাঁস বিষ প্রয়োগে হত্যা করে বলে জানা যায়। কালী চরণ মন্ডলে ১১ টি চিনের হাঁস বিষ প্রয়োগে হত্যার ঘটনায় স্থানীয় জনগণের কাছে জানালে তা সঠিক বিচার না পেয়ে বিকালে নিরুপায় হয়ে তারা ইউনিয়ন পরিষদের গেটে নিয়ে আসেন। সেসময় সরেজমিনে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী রিয়াজ উদ্দিন, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদ হোসেনসহ সতীঘাটা নতুন বাজারের দোকানিরা এবং স্থানীয় জনগণ ঘটনাটি দেখেন। তাৎক্ষণিক ইউপি সদস্যরা ভুক্তভোগী কে বলেন, ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ এদিকে আসতেছে আপনি ঘটনাটি ইউপি চেয়ারম্যান নিকটে জানান। কিছুক্ষণ পরে ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ পরিষদে গেটে আসলে ভুক্তভোগী কালীচরণ মন্ডল ও তার স্ত্রী নীলা মন্ডল তাকে তাদের ১১ টি চিনের হাঁস বিষ প্রয়োগে হত্যার ঘটনা তাকে জানান তিনি এক নজর দেখে তখন ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ ভুক্তভোগী কালীচরণ মন্ডলকে সঠিক বিচারের আশ্বাস দেন এবং আগামীকাল রবিবার সকালে ইউনিয়ন পরিষদে আসতে বলেন। পরিশেষে ভুক্তভোগীরা সেই বিষ প্রয়োগে হত্যা করা ১১টি চিনের হাঁস গুলো নিজ বাড়িতে ফিরে যান।