প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৭, ২০২৩, ১:০০ অপরাহ্ণ
যশোরের কামালপুরে গোয়াল ঘরের গ্রিলের ৩ টি তালা ভেঙে ১ টি হাল চাষের গরু চুরি
যশোর সদর উপজেলার ১১ নং রামনগর ইউনিয়নে ৬ নং ওয়ার্ড কামালপুর গ্রামে মৃত ফজলু করিম তরফদারের ছোট ছেলে আজিজুর রহমান তরফদার (৫২) তার গোয়াল ঘরের গ্রিলের ৩ টি তালা ভেঙে হাল চাষের ১ টি গরু চুরি করে নিয়ে যায়। ৬ আগস্ট রবিবার ০৬/০৮/২০২৩ ইং রাত আনুমানিক ২ টার দিকে তার গোয়াল ঘর থেকে এই হাল চাষের গরু চুরি হয়ে যায়। জানাযায়, যশোরের রামনগর ইউনিয়নে কামালপুর গ্রামে আজিজুর রহমান তরফদার প্রতিদিনের ন্যায় ঐদিন রাতে গরুর খাবার দিয়ে ঘুমাতে যান। এই বিষয়ে হাল চাষের গরুর মালিক আজিজুর রহমান তরফদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি রাতের গরুর খাবার দিয়ে ঘরে ঘুমাতে যায়। রাত আনুমানিক তিনটার আমার ঘুম ভেঙ্গে গেলে আমি বাইরে এসে গোয়াল ঘরে তাকায় দেখি আমার একটা হাল চাষের গরু নাই তখন আমি তা চিৎকার করলে পড়শি জনগণ আমার বাড়িতে এসে ছুরির ঘটনা শোনেন এবং তারা বিভিন্ন প্রকার আমাকে আশ্বাস দেন। আমি তখন আমার পড়শি কয়েকজন লোক নিয়ে বিভিন্ন স্থানে খুঁজতে যায় তবে সকাল হয়ে গেলেও গরুর কোন সন্ধান পেলাম না। এমন অবস্থা সকাল বেলায় কামালপুর গ্রামে ইউপি সদস্য রাশেদ হোসেনকে নিয়ে মণিরামপুর সড়কে কুয়াদা বাজার, কামালপুর, সতীঘাটা বাজারে যত সিসি ক্যামেরা আছে সে গুলোর ফুটেজ দেখে কোন সন্ধান পেলাম না। এই গরু চুরির ঘটনার বিষয় স্থানীয় ইউপি সদস্য রাশেদ হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি রাতে এসেছিলাম তাদের বাড়িতে দেখি তার গোয়াল ঘরে একটি হাল চাষের গরু নাই। কে কেবা কারা চুরি করে নিয়ে যায়।।তবে রাতে খোঁজাখুঁজির পর কোন সন্ধান পেলাম না সকালে আমার মোটরসাইকেল যোগে বিভিন্ন স্থানে খুঁজতে যায় তবুও কোন তার সন্ধান পেলাম না। তিনি আরো বলেন, কামালপুর গ্রামে অনেক বাড়িতে গরু চুরি হয়ে গেছে তবে এই বিষয়ে থানায় অভিযোগ করলেও কোন সুয়ারা মেলে নাই। কামালপুর গ্রামে গরু চাষীরা গরু চুরি আতঙ্কে ভুগছেন। এই গরু চুরি ঘটনার বিষয় এলাকাবাসী তদন্তপূর্বক প্রশাসনের আশু - হস্তক্ষেপ কামনা করেন।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com