যশোরে এবার সরিষার বাম্পার ফলনের আশংকা করছে কৃষকেরা

লেখক: Rakib hossain
প্রকাশ: 10 months ago

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়নের সতীঘাটা কামালপুর চাষের মাঠে সরিষার বাম্পার ফলনের আশঙ্কা করছে কৃষকরা। শনিবার বিকালে চাষের মাঠে এই সরিষার বাম্পার ফলনের আশংকা করছে কৃষকেরা বলে দেখা যায় । সরেজমিনে কি দেখা যায় যশোরের রামনগর ইউনিয়নে সতীঘাটা কামালপুর চাষের মাঠে প্রায় ৬০ থেকে ৭০ বিঘা ও বেশি  জমিতে চাষিরা এই সরিষা বীজ বপন করেন। এ বিষয় সরিষার চাষী সেলিম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এই চাষের মাঠে কৃষকেরা তাদের চাষের জমিতে সরিষার বীজ বপন করেন, তবে নিচু জমিতে সরষের বীজ বপন করলে, নিচের জমির সরিষা ফুলে ভরে গিয়েছিল কিন্তু বৃষ্টির পানিতে জমি নিচু থাকায় সেখানে পানি জমে অনেক কৃষকের সরিষা নষ্ট হয়ে যায়। তিনি আরও বলেন, আমাদের চাষের মাঠে দুইটা মাঠ আছে একটি কামালপুর মাঠ অন্যটি মধুপুর কামালপুর মাঠ তবে এবার উচু জমিতে কৃষকরা সরিষার বীজ বপন করেছিল তাতে ফুলে ভরে গিয়েছিল তবে এই উচু জমিতে সরিষার ফল এবং ফলন ভালো হয়েছে। আমাদের এই দুই মাঠে উচু জমিতে সরিষার বাম্পার ফলন হয়েছে বলে জানান  চাষিরা। সরিষা  চাষী খোকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এই দুই মাঠে প্রায় ৭০ থেকে ৮০ বিঘা জমিতে কৃষকরা সরিষা বীজ বপন করেছেন। তবে  এবার আমন ধার ওঠার সাথে সাথে অনেক কৃষকরা তাদের চাষের জমিতে সরিষার বীজ বপন করেন। তবে দুই মাঠে চাষিরা উচু জমিতে সরিষার বীজ বপন করে তারা তাদের চাষের জমিতে সরিষা ফসল ভাল হওয়ায় তারা অনেক খুশি হয়েছে বলে জানা যায়।
error: Content is protected !!