নিজস্ব প্রতিবেদক:
মাদক চোরাচালান মামলায় তারেক হোসেন নামে এক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ জুলাই) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ রায় দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত তারেক শার্শা উপজেলার সম্মন্ধকাঠি গ্রামের মৃত দাউদ আলীর ছেলে। আদালতের অতিরিক্ত পিপি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ বাগআঁচড়া এলাকার টেংরা গ্রামের রফিকুল ইসলামের চায়ের দোকানের সামনে থেকে তিনশ গ্রাম হেরোইনসহ তারেক হোসেনকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
এরপর একই বছরের ১৪ অক্টোবর আসামি তারেকের বিরুদ্ধে যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগের সত্যতা পেয়ে বৃহস্পতিবার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারক।
জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।