স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
ইংরেজি নববর্ষের প্রথম দিন পহেলা জানুয়ারি মানে বই উৎসব।সারাদেশের ন্যায় যশোরও শিক্ষার্থীদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়েছে।
আজ ১লা জানুয়ারি ( সোমবার) সকালে যশোরের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এ বই উৎসব উদযাপন করা হয়েছে।
বই উৎসব উপলক্ষে যশোরের বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
তিনি যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর জিলা স্কুল, কালেক্টরেট স্কুল, নব কিশলয় এবং বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বই বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যও প্রদান করেন।
এসময় স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ বিদ্যুোৎসাহী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য একটা সময় ছিলো যখন পাঠ্যবই পাওয়া-না পাওয়ার একরাশ সংশয় নিয়ে শিক্ষাবর্ষ শুরু করতো শিক্ষার্থীরা। গেলো বছরের পুরনো ছেঁড়া বইয়ের পাতা নিয়ে পড়াশোনা শুরু করতে বাধ্য হতেন অনেকে। তবে সেই সময় এখন অতীত।
বাংলাদেশ রাষ্ট্রের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে বছরের প্রথম দিন বিনামূল্যে নতুন পাঠ্যবই পাওয়ার বিষয়টি এখন উৎসবে রূপ নিয়েছে। নতুন ছাপা বইয়ের পবিত্র গন্ধে উৎসাহ-উদ্দীপনার সাথে শিক্ষাবর্ষ শুরু করছে আগামীর বাংলাদেশের কাণ্ডারিরা।