যশোরে ইরিধান রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

লেখক: Rakib hossain
প্রকাশ: 11 months ago

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার ঃ

প্রতিবছরের ন্যায় এবারও যশোরে বিভিন্ন স্থানে চাষের মাঠে কৃষকেরা ইরি ধান রোপনের ব্যস্ততার সহিত পার করছে। মঙ্গলবার সকালে যশোরের চাষের মাঠে এই ইরি ধান রোপনের কৃষকরা ব্যস্ততার সহিত পার করতে দেখা যায়। স্ব জমিনে গিয়ে কি দেখা যায় কৃষকরা তাদের চাষের জমিতে ইরি ধান রোপন করছেন। ইরি ধান রোপনের বিষয় কৃষক মশিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবছরের ন্যায় ইরির মৌসুমী আসলে আমরা চাষের জমি পাওয়ার টিলার, ট্রাক্টর কিংবা লাঙ্গল দিয়ে দিয়ে চাষ করি। চাষের জমি তৈরির পর ধানের বীজ বপন করি, তারপর আনুমানিক ৩০ দিন থেকে ৩৫ দিনের মধ্যে ধানের চারা বড় হয়ে যায়। এরপর আমরা ধানের চারা মেরে তাই আমাদের চাষের জমিতে রোপন করি। এরপর আমাদের মতন কৃষকরা চাষের জমিতে ধান রোপনের পর ব্যস্ততার মধ্যে দিয়ে পার করতে হয় কারণ ইরি ধানের সময় চাষের জমিতে ভালো ফসল উৎপাদন করতে ধানের চারা গাছে ছ্যালো মেশিন, মটর কিংবা ডিপ থেকে পানি সেচ দিতে হয়। এভাবে কৃষকরা এই ধান বাড়ীতে কেটে আনতে ৩ থেকে সাড়ে ৩ মাস সময় লাগে। তাই কয়েকটি মাস আমরা ব্যস্ততার সহীদ পার করি। তবে ভালোভাবে দেখাশুনা এবং যত্নতা সহিত দেখভাল করলেই ভালো ফসল উৎপাদনের সম্ভব।

error: Content is protected !!