প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৪, ৫:৫৮ অপরাহ্ণ
যশোরে আঞ্চলিক মহাশ্মশানে পহেলা বৈশাখ উপলক্ষে শিব পুজা অনুষ্ঠিত
প্রতি বছরের ন্যায় এবার ও যশোর সদর উপজেলা হিন্দু ধর্মালম্বীরা বাজুয়াডাঙ্গা বাতানবাড়ী আঞ্চলিক মহাশ্মশানে পহেলা বৈশাখ উপলক্ষে শিব পূজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনব্যাপি হিন্দু ধর্মালম্বীদের পহেলা বৈশাখ উপলক্ষে বাতানবাড়ী আঞ্চলিক মহাশ্মশানে এই শিব পূজা অনুষ্ঠিত হয়। সরেজমিনে গিয়ে দেখা বাতানবাড়ী আঞ্চলিক মহাশ্মশানে ভক্তবৃন্দরা আনন্দ উল্লাসে তাদের এই শিব পূজা পালন করতে দেখা যায়। ঐতিহ্যবাহী এই বাতানবাড়ী আঞ্চলিক মহা শ্মশানে বটবৃক্ষ তলায় শিব পূজা করছে তারা এবং মানত করছে।
পহেলা বৈশাখে এই শিব পূজা পালন কালে ভক্ত সাধন সরকার কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবছরের ন্যায় আমরা হিন্দু সম্প্রদায়ীরা বাতানবাড়ী আঞ্চলিক মহাশ্মশানে শিব পূজা পালন করতে, নারকেল, বাতাসা, লেবু, কলা, তরমুজ এবং বিভিন্ন প্রকার ফল এনে আমরা এই শিব পূজা পালন করি। এদিকে বটবৃক্ষ কালিতলায় মা বোনেরা বিভিন্ন রকমের ফুল এবং বাতাসা দিয়ে তারা পালন করে থাকেন। অন্যদিকে মা বোনেরা এবং সন্তানের কবরস্থানে বসে তাদের মানদ করতে দেখা যায়। শিব পূজা পালন করতে এসে ভক্তবৃন্দরা ঢোল বাঁশি বাজিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায়।
বাতানবাড়ী আঞ্চলিক মহাশ্মশানে বিভিন্ন জায়গা থেকে তাদের আত্মীয়-স্বজনরা এই শিব পূজায় অংশ গ্রহণ করতে দেখা যায়। ভক্তদের কাছে জানতে চাইলে তারা বলেন, পহেলা বৈশাখের উপলক্ষে এই শিব পূজায় আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা প্রতি বছরের ন্যায় এই মহাশ্মশানে পূজা ও মানত এবং সবাই আনন্দ উল্লাস মধ্য দিয়ে আমরা শিব পূজা শেষ করি।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com