মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ
যশোরে অটোরিক্সা বন্ধের প্রতিবাদে শহরে বিভিন্ন সড়কে অটোরিক্সা চালকরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন। বৃহস্পতিবার ১৪ /০৯/২৯২৩ ইং তারিখ বেলা ১১ টা সময় অটো রিক্সা চালকরা শহরে বিভিন্ন সড়কে এই বিক্ষোভ মিছিল করেন। জানা যায়, গত রবিবার ১০ /০৯/২০২৩ ইং তারিখে যশোর পৌরসভা কর্তৃক শহরে মাইকিং করে পৌরসভার মধ্যে কোন অটোরিক্সা ইঞ্জিন চালিত মটরযান চালানো নিষেধ করে দেন। গত মঙ্গলবার ১২/০৯/২০২৩ ইং তারিখে যশোর পৌরসভা প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাসির এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন, ঐদিন বেলা ১১ঃঃ৩০ টা সময় চৌরাস্তা সোনালী ব্যাংক সংলগ্নে অভিযান পরিচালনা করে ২১ টি ইঞ্জিন চালিত অটোরিক্সার, তা মিস্ত্রীর দ্বারা মোটর খুলে হাতুড়ি দিয়ে ভাঙচুর করে এবং নষ্ট করে যশোর পৌরসভা পিকআপ করে নিয়ে যান। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১৪/০৯/২০২৩ ইং তারিখ বেলা ১১ টা সময় ইঞ্জিন চালিত অটোরিক্সার চালকেরা যশোর শহরে বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। তবে এখনো অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায় ।