মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:
যশোর সদরে হরিণারবিলে কৃষকের ধানের ক্ষেতে মাজরা পোকার আক্রমন, পচন, ইঁদুরের আক্রমণ ও জলবদ্ধতার কারণে ক্ষতির মুখে পড়েছে কৃষক। ৯ অক্টোবর সোমবার সকালে হরিণারবিলে এই দৃশ্য দেখা মেলে। সরেজমিনে গিয়ে দেখা যায় হরিণারবিলে মোহর আলীর বিঘা,কাত্তিক ২ বিঘা, মোল্লার ৮ বিঘা আবুল হোসেন ২ বিঘা, আনার ২ বিঘা, আজিত ৭ বিঘা, শুকুর আলীর ২ বিঘাসহ বিলহরিনা মাঠে বিভিন্ন কৃষকের জমি ভারী বৃষ্টির পানিতে পানি পানির নিচে তলিয়ে থাকতে দেখা যায়। এই ঘটনার বিষয় কৃষক শুকুর আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এখন আমন ধান ফোলার মুখে কিন্তু গুটি স্বর্ণের ধানে মাজরা পোকা পচল ও ভারী বৃষ্টির কারণে আমাদের মতন কৃষকের বিঘা বিঘা জমি পানির নিচে ডুবে থাকতে দেখা যায়। তিনি আরো বলেন বিল হরিণার বুক চিরে বয়ে গেছে মুক্তেশ্বরী নদী। এই নদীতে শহর এবং গ্রাম অঞ্চলের পানিগুলো এই নদীতে এসে পড়ে কিন্তু এই নদীর পানি নিষ্কাশন এর কোন ভূমিকা নেই বলে তারা জানান। এই কারণে কৃষকরা হতাশায় ভুগছেন।