যশোরের সতীঘাটা বাজারের সংযোগ এবং মণিরামপুর মহাসড়কে বৃক্ষ রোপণ 

লেখক: Rakib hossain
প্রকাশ: 5 months ago

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: 
যশোর সদর উপজেলা সতীঘাটা বাজারের সংযোগ সড়ক এবং মণিরামপুর মহাসড়কের কিনারে দিয়ে ১ শত ৫০টি আকাশমনি চারা রোপন করা হয়েছে। ১৩ জুলাই শনিবার দিনব্যাপী সংযোগ সড়ক এবং মহাসড়কে এই আকাশমনি গাছের চারা রোপন করা হয়।
বৃক্ষ রোপণ কালে উপস্থিত ছিলেন, কামালপুর ও বাজুয়াডাঙ্গা সামাজিক বনায়ন সমিতির সভাপতি শহিদুল ইসলাম খোকা, সদস্য নুর ইসলাম, এম ওয়াজেদ আলী, প্রধান শিক্ষক ইউনুস আলী, হাসান আলী খাঁ, সাহেব আলী, রাজু আহমেদ, স্থানীয় দোকানদার শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ।
এই বৃক্ষ রোপন কালে সামাজিক বনায়ন সমিতির সভাপতি শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, সতীঘাটা বাজারের সড়ক এবং মণিরামপুর মহাসড়কে এই ১ শত ৫০ টি আকাশমনি গাছের চারা রোপন করা হবে। তবে মণিরামপুর মহাসড়কে এই বৃক্ষরোপণ অব্যাহত রয়েছে বলে জানান।
error: Content is protected !!