![](https://newsbdjournalist24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার সতীঘাটা মনিরামপুর মহাসড়কে কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদের সংলগ্নে একটি পিকআপ যার নং ঢাকা মেট্রো – ন ২৯ – ৮৯ ১৫ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় পিকআপ এর হেল্পার জুমায়েদ, (১৮) ঘটনা স্থানে নিহত হয়। বুধবার ভোররাত আনুমানিক ৪:৩০ মিনিটে এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। এলাকাবাসীর সূত্রে জানা যায় মনিরামপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ যশোরে উদ্দেশ্যে রওনা হন প্রতিমধ্যেই সতীঘাটা নতুন বাজার কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদের সংলগ্নে আসলে ভোর রাত ৪:৩০ মিনিটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় হেল্পার জুমায়েদ ঘটনা স্থানে নিহত হন। এই সড়ক দুর্ঘটনা সংবাদ পেয়ে যশোর কোতোয়ালী মডেল থানার রাতের ডিউটিরত এস আই আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পিকআপ এর হেল্পার জুমায়েদ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন। কিছুক্ষণ পরে হেল্পার জুনায়েদকে অ্যাম্বুলেন্স যোগে যশোর সদর হাসপাতালে মর্গে পাঠিয়ে দেন। এই সড়ক দুর্ঘটনা সংবাদ পেয়ে চুকনগর হাইওয়ে সাব ইন্সপেক্টর পারভেজ হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেন, এবং পিকআপটি উদ্ধার করে চুকনগর থানায় নিয়ে যান। এই সড়ক দুর্ঘটনার বিষয় সাব ইন্সপেক্টর পারভেজ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিহত হেল্পারকে সনাক্ত করেছি। নিহত হেল্পার এর নাম ঠিকানা জানা গেছে জুমায়েদ পিতা মোঃ আব্দুল হামিদ সাং ইলাইপুর থানা রুপসা জেলা খুলনা। তবে পিকআপ এর ড্রাইভার পিকআপটি রেখে পালিয়ে যান। এ ঘটনার বিষয় নিহত হেল্পারের পরিবার আসলে বাদী হয়ে থানায় মামলা করবে বলে জানান।
![](https://newsbdjournalist24.com/wp-content/uploads/2024/01/Screenshot_2024-01-17-18-42-34-60-300x166.jpg)