প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৬:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১২:১০ অপরাহ্ণ
যশোরের রামনগর ইউনিয়নে গ্রামাঞ্চলে সনাতন ধর্মালম্বীদের বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার :
যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়নে বিভিন্ন গ্রামাঞ্চলে সনাতন ধর্মালম্বীদের বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮/০৯/২০২৩ ইং তারিখে রামনগর ইউনিয়নে দিনব্যাপী সনাতন ধর্মালম্বীদের এই বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। সরে জমিনে গিয়ে দেখা যায় যশোর সদরে রামনগর ইউনিয়নের কামালপুর গ্রামের বিভিন্ন পাড়া মহল্লায় এবং অত্র ইউনিয়নে বিলহরিণা মাঠে ও বিভিন্ন গ্রামাঞ্চলের বাড়ীতে সনাতন ধর্মালম্বীদের এই বিশ্বকর্মা পূজা পালন করেন। রামনগর ইউনিয়নে ৬ নং ওয়ার্ড কামালপুর, সাহাপাড়া রাজবংশী পাড়া, বিল হরিণা, ভাটপাড়াসহ বিভিন্ন গ্রামাঞ্চলে সনাতন ধর্মালম্বীদের বিশ্বকর্মা পূজা পালন করতে দেখা যায়।
সনাতন ধর্মালম্বীদের বিশ্বকর্মা পূজা ৬ নং ওয়ার্ড কামালপুর গ্রামে সাহাপাড়া পূজা মন্ডপের সংলগ্নে প্রবীরদের বাড়িতে স্বর্ণ ব্যবসায়ী, লোহা, গ্যারেজ মোটরসাইকেল যান চালক ও রাজবংশী পাড়ায় বিল হরিণার চাষের মাঠে, স্যালমেশিন, গ্রামাঞ্চল বাড়ীতে বাড়ীতে মা বোনেরা সেলাই মেশিন ও অত্র ইউনিয়নে বিভিন্ন গ্রামে সনাতন ধর্মলম্বীদের এ বিশ্বকর্মা পূজা পালন করতে দেখা যায়। সূত্রে জানা যায় বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সোমবার দিনব্যাপী এই বিশ্বকর্মা পূজা পালন করবে বলে জানা যায়। তবে এই বিশ্বকর্মা পূজায় পালনের বিষয় জানতে চাইলে তারা বলেন, এই বিশ্বকর্মা পূজা পালনের জন্য, জবা ফুল, ফুল তুলসী টগর ফুল, ধূপ ধুনো, দুবলা ঘাস, চন্দন, বেলপাতা, আর প্রসাদের জন্য আখঁ লেবু , পাকা কলা,বাতাসা, আপেল, আঙ্গুল, খিরো, শসা , লুচি ডাল, দই, সন্দেশসহ বিভিন্ন রকমের ফল, ফুল দিয়ে এই সনাতন ধর্মাবলম্বীদের উপোষ রেখে এই বিশ্বকর্মা পূজা অর্চনা পালন করতে দেখা যায়।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com