প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৩:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৩, ১:০৯ অপরাহ্ণ
যশোরের রামনগর ইউনিয়নের সিরাজসিংগা চাষের মাঠে কাঁচাঝালের বাম্পার ফলন
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কুয়াদা সিরাজসিংগা পশ্চিম মাঠে কৃষকের চাষের মাঠে কাঁচাঝালের বাম্পার ফলনে দেখা গিয়েছে।
মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায়, কুয়াদা সিরাজসিঙ্গা চাষের মাঠে এই কাঁচাঝালের বাম্পার ফলন দেখা যায়। সিরাজিসঙ্গা গ্রামের আলম গাজী ৩৩ শতকে ১ বিঘা,ফারুক হোসেন ৬ শতক, ইকবাল মোল্লা ২৪ শতক, ওসমান ২৪ শতক, কাশেম ৮ শতক, দোলন ৫ শতক, রেজাউল ইসলাম ৬ শতক, জাফর ১০ শতক, মহাসিন ১০ শতকসহ তাদের চাষের জমিতে কাঁচাঝাল লাগিয়েছিলেন এবং বাম্পার ফলন পাচ্ছেন বলে জানান। এই বিষয়ে ঝাল চাষী আলম গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি দীর্ঘ তিন বছর ধরে ঝালের চাষ করে আসছি বর্তমান কাঁচাঝালের দাম বেশি হওয়ায় আমরা খুব লাভবান কিন্তু সার কীটনাশকের দাম যদি একটু কম থাকতো তাহলে আমরা আরো ও ঝাল চাষ করে লাভবান হতাম। এদিকে ঝাল চাষী দোলন হোসেনের বলেন, মাঠ পর্যায়ে কর্মকর্তারা যদি এই ঝাল চাষের বিষয় পরামর্শ দিত তাহলে চাষিরা আরও ঝালচাষ করতো বলে জানা যায়। আসতে শীতের মৌসুমে ঝালের গাছ পচন ধরবে কিন্তু আমাদের এই ঝাল চাষের পচন রক্ষার্থে কি কি করণীয় যদি দিক নির্দেশনা ও পরামর্শ দিত তাহলে চাষিরা আরোও ঝাল চাষের দিকে ঝুঁকে পড়তো।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com