যশোরের রাজীব হাসান চৌধুরী র‌্যাবের হাতে গ্রেফতার

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 years ago

স্টাফ রিপোর্টার:

যশোর যুবদলের কেন্দ্রীয় নেতা রাজীব হাসান চৌধুরী ওরফে রিপন চৌধুরীকে ঢাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-৬ যশোর।
শুক্রবার (৫ মে) রাতে র‌্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমানের নেতৃত্বে ঢাকার লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে রাজীব হাসান চৌধুরীকে গ্রেফতার করে। আজ শনিবার র‌্যাব-৬ যশোরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

র‌্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার এম. নাজিউর রহমান জানান রাজীব হাসান চৌধুরীর নেতৃত্বে ২০১৪ সাল হতে ২০১৮ সাল পর্যন্ত যশোর শহরের বিভিন্ন স্থানে ককটেল বোমা ও পেট্রোল বোমা দ্বারা বিস্ফোরণ ঘটিয়ে মারাত্মক ক্ষতিসাধনসহ জনসাধারণের জানমালের ব্যাপক ক্ষতি করে। তার বিভিন্ন অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। তার বিরুদ্ধে ১৩ টি বিস্ফোরক মামলাসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা, একটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা, দুইটি বিশেষ ক্ষমতা আইনে মামলা, দুইটি হত্যা চেষ্টা সহ মোট ১৮ টি মামলা রয়েছে। তিনি পাঁচবছর ধরে পলাতক ছিলেন।

উল্লেখ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রাজীব হাসান চৌধুরী এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলেও জানিয়েছেন র‌্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার এম. নাজিউর রহমান।

error: Content is protected !!