যশোরের রাজারহাটে তেলের ট্রাংক বাস্ট হয়ে ডেন্টিং মিস্ত্রির মৃত

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মোঃ ওয়াাজেদ আলী স্টাফ রিপোর্টার:
 যশোর সদর উপজেলার রাজারহাট যশোর ট্রেডিং মাঠে সুমাইয়া ডেন্টিং ওয়ার্কশপের ট্রাক গাড়ির তেলের  ট্যাংক ঝালাই করার সময় ট্যাংক বাস্ট হয়ে নয়ন হোসেন (৩৫) নামে  একজন ডেন্টিং মিস্ত্রি নিহত হয়েছেন। ২৪ শে জুলাই সোমবার বিকালে রাজারহাটে এই তেলের ট্যাংক বাস্ট হয়ে ঘটনার স্থানে নয়ন হোসেন এর মৃত্যু হয়। জানা যায় নিহত নয়ন হোসেন যশোর শংকরপুরের জিরো পয়েন্ট এলাকার সালাম হোসেনের ছেলে। এই ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক যশোর সদরে ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জনাব মাহমুদ হাসান লাইফ ঘটনা স্থান পরিদর্শন করেন। নিহত নয়ন হোসেন   রাজারহাট যশোর ট্রেডিং মাঠে শাহাবুদ্দিনের গ্যারেজের মিস্ত্রি।  উক্ত গ্যারেজে আকিজ কোম্পানির সিমেন্ট বহনকারী ট্রাকের নং ঢাকা মেট্রো ট-১৪-৬৫১০ গাড়ীর তেলের ট্যাংক ঝালাই করছিল।  ঐ সময় হঠাৎ করে তেলের ট্যাংক বাস্ট হয়ে মিস্ত্রি নয়ন হোসেন মাথায় আঘাত লেগে ঘটনাস্থলে ছিটকে পড়েন। ঘটনার আশপাশের জনগণ  ঘটনার  বিষায়টি দেখে এগিয়ে আসলে দেখেন তিনি ঘটনাস্থালে মারা যায় বলে স্থানীয় লোকজন জানান। ঘটনা স্থানে উপস্থিত ছিলেন, রামনগর ইউনিয়নের ইউপি  সদস্য ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মারুফ হাসান তরু, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদ হোসেন,৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাম প্রসাদ রায়সহ স্থানীয় জনগণ। উক্ত ঘটনার সংবাদ পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
error: Content is protected !!