মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল সর্বস্তরের জনসাধারণ ও নেতাকর্মীদের সাথে পবিত্র ঈদ-উল-ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
শনিবার বিকাল থেকে শুরু হওয়া ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে আসা নেতাকর্মী সহ সকলের পরিবারের খোঁজ খবর নেন তিনি।
তারই ধারাবাহিকতায় ২৫ শে এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় আনোয়ার হোসেন বিপুলের রাজনৈতিক কার্যালয়ে তাঁর সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সদর উপজেলা ছাত্রলীগের সদস্য ও বাংলাদেশ আওয়ামী ছাত্রপরিষদ, সদর উপজেলা শাখার সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক মোঃ ইমরান আলী।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কচুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, যুবলীগ নেতা সালমান আহমেদ।
এসময় যশোরের জনপ্রিয় এই নেতা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিপুল বলেন, ঈদুল ফিতর আমাদের ধর্মের বড় উৎসব। আমি আশা করি সকলেই এই উৎসবটি পরিবারের সাথে আনন্দে কাটিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সকল নেতাকর্মীদের খোঁজ খবর নিতে এবং অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতে। সে অনুযায়ী আমিও নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।