যশোরের মুক্তেশ্বরী নদীতে মাছ শিকারের মহোৎসব

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 months ago

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরের মুক্তেশ্বরী নদীতে ভারীর বৃষ্টিতে  ঘের পুকুর ডুবে যাওযা নদীতে জনগণ মাছ শিকারের উৎসব মুখর পরিবেশ দেখা যায়।। ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকালে মুক্তেশ্বরী নদীতে জনগণের এই মাছ শিকারের উৎসবে দেখা মেলে।
জানা যায় যশোরে ভারী  বৃষ্টি হওয়ার কারণে বিলহরিণা ও আশ পাশে  চাষীদের মাছের ঘের থেকে ও জনগণের পুকুর ডুবে যাওযা এবং মাছ গুলো মুক্তেশ্বরী নদী বা চারিদিকে ছড়িয়ে পড়ে। এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে যশোর জেলা, মণিরামপুর উপজেলা এবং বিভিন্ন জায়গায় থেকে মুক্তেশ্বরী নদীতে মাছ শিকারের উৎসবে রুপে পরিণত হয়।
এদিকে মুক্তেশ্বরী নদীর ২ ধার দিয়েই হাজার ও জনগণের মাছ শিকারের উৎসবে প্রতিযোগিতা দেখা যায়। এ দিকে মাছ শিকার কালে হোসেন আলীর বলেন, মুক্তেশ্বরী নদীর কাজী পুর, খরিচাডাঙ্গা, কামালপুর, পান্তাপাড়া, বাহিরমল্লিক, বলিয়ানপুর বোয়ালিয়া বারপাড়া, ঢাকুরিয়া পর্যন্ত এ নদীর ধার দিয়ে হাজার হাজার জনগণ মাছ শিকার করছে। তিনি বলেন, পত্যক্ষে ৫ কেজি থেকে শুরু করে ৩০, ৪০ কেজি উর্ধে মাছ শিকার করছে কেউ বাঁশে ছিপ, হুইল দিয়ে, খেবলা জাল, কারেন্ট জাল দিয়ে। এই মাছ গুলো আবার  জনগণের নিকট সল্পে মূল্যে বিক্রি করতে দেখা যায়। তবে মুক্তেশ্বরী নদীতে বেশি ভাগ মাছ শিকার করছে মৃগেল মাছ, রুই মাছ, কাতলা তেলাপিয়া বিভিন্ন প্রকার মাছ । তবে মাছের ওজন ২৫০ গ্রাম থেকে শুরু করে ১ কেজি থেকে ৫ কেজি ওজনে মাছ শিকার করে বলে জানান। এদিকে খরিচাডাঙ্গা গ্রামের দিপক পাল (৬০)।
বৃহস্পতিবার বিকালে বিলহরিণার মাঠে জাল পেলে মাছ শিকার কালে ভয় পেয়ে মারাত্মক অসুস্থ হলে তাৎক্ষণিক স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসা জন্য যশোর হাসপাতালে নিয়ে যান এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার খরিচাডাঙ্গা মহাশ্মশানে তার শেষ কার্য সম্পন্ন করা হয়েছে বলে জানাজায়।
error: Content is protected !!