যশোরের মনিরামপুরে বিএনপি’র ডাকা হরতালের প্রতিবাদে এমপি পদপ্রার্থীর মত বিনিময় সভা

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ

যশোরের মনিরামপুর উপজেলার বিএনপির ৩ দিন ডাকা হরতালের প্রতিবাদে বেগারিতলা চালকি ডাঙ্গা এবং মনিরামপুরে বর্তমান এমপি পদপ্রার্থী আলহাজ্ব এস এম ইয়াকুব আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মনিরামপুর উপজেলার বেগারিতলা চালকি ডাঙ্গা এবং মনিরামপুরে নেতাকর্মীদের নিয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সরেজমিনে নিয়ে গিয়ে দেখা যায় মনিরামপুরের এমপি পদপ্রার্থী এবং কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির নির্বাহী সদস্য ও জেলা কৃষক লীগের সহ – সভাপতি আলহাজ্ব এস এম জনাব ইয়াকুব আলী মঙ্গলবার সকালে যশোর থেকে মনিরামপুর রওনা হন। পথিমধ্যে বেগারিতলা ও চালকিডাঙ্গা প্রশাসন এবং জনগণের সাথে মতবিনিময় শেষে মনিরামপুরে বাজারে অবস্থান নেন। এবং সেখানে অবস্থানরত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভায় বক্তব্য তিনি বলেন, বিএনপির ৩ দিনে ঢাকা হরতালের প্রতিবাদে দেশে জামাত বিএনপি নৈরাজ্য ও অবৈধভাবে হরতাল ডেকেছে আমরা এ হরতালকে প্রত্যাখ্যান করছি। ভবিষ্যতে সরকার যদি যেকোনো ষড়যন্ত্র কে আমরা কঠোর হাতে দমন করব। সেই সাথে সকলকে আহবান করব আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রা বহাল রাখবেন। যেখানেই বিএনপি যেখানেই জামাত, সেখানেই তাদের প্রতিহত করুন কোন ছাড় দেওয়া চলবে না। আমরা আওয়ামী লীগ পরিবার সকলে একত্রিত হয়ে চললে কেউ আমাদের কোন ক্ষতি করতে পারবেনা তাই সকলের কাছে আমার অনুরোধ দলের স্বার্থে দেশের স্বার্থে দ্বিধাদ্বন্দ ভুলে সকলকে একযোগে নৌকার বিজয় কাজ করে যেতে হবে।মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গৌর কুমার ঘোষ, সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মজিদ, এই সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক জালাল হোসেন, শ্যামপুর ইউনিয়নের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, ইউপি সদস্য বুলু সাবেক ইউপি সদস্য ইউনুস আলীসহ মনিরামপুর উপজেলার এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!