মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদরে ৩ দিন ভারী বৃষ্টিতে রামনগর ইউনিয়নে বিল হরিণার মাঠে কৃষকের কয়েক হাজার বিঘা রোপা আমন ধান পানির নিচে।
১৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে বিল হরিনার মাঠে কৃষকের রোপা আমন ধান পানির নিচে এই দৃশ্য দেখা মেলে। যশোর বিল হরিণার মাঠে ৩ দিনের ভারী বৃষ্টি হওয়ার কারণে বিল হরিনা ও বিভিন্ন চাষের মাঠে কয়েক শত কৃষকের কয়েক হাজার বিঘা জমি ধান পানির নিচে দেখা যায়। এ বিষয়ে কৃষক আয়নাল গাজী বলেন, এই বিলহরিণার মাঠে আমার ৩ বিঘা রোপা আমন ধান লাগানো আছে, ৩ দিনের ভারী বৃষ্টিতে ধান গুলো পানিতে তলিয়ে গেছে। তবে এই বিলের মাঠে শুধু আমার নয় ভাটপাড়া, রামনগর, গাজীপুর, তোলাগোলদার পাড়া, কামালপুর খরিচাডাঙ্গা গ্রামের কৃষকের ধান পানির নিচে তলিয়ে থাকতে দেখা যায়। এদিকে কৃষক আব্দুর রাজ্জাক বলেন, এতটা অঞ্চলের ও বিল হরিণার পানি মুক্তেশ্বরী নদী দিয়ে প্রবাহিত হয়ে ভবদহ নদীতে গিয়ে পড়ে। তবে বিল হরিণার মাঠে কৃষকের জমির ধানের বয়স ৪০ থেকে ৫০ দিন। তিনি বলেন মুক্তেশ্বরী নদী কচুরিপানা কিনার দিয়ে লাগানো জনগণের বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ পানির মাঝখানে ও কিনারে ঝুঁকে পড়ার কারণে পানির স্রোতের বাধার সৃষ্টি।
এই নদীতে ব্রিজের,গাছের ডালে কচুরিপনা ও গাছগুলো যদি সংস্কার করা হয় তাহলে বিলহরিণা শুধু নয়, আশপাশে কয়েকটি চাষের মাঠে রোপা আমন ধানগুলো জেগে যেত এবং অনেক কৃষকের স্বস্তি ফিরে পেত। কৃষকের পানির নিচে তলিয়ে থাকা ধান গুলো বাঁচাতে ও মুক্তেশ্বর নদীটি পানি দ্রুত অপসারণের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।