যশোরের বেনাপোলে ৯ পিস স্বর্ণের বারসহ আটক-২

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 years ago

ইমরান হোসেন,বাগআঁচড়া প্রতিনিধিঃ

যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের সময় ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ৯পিস স্বর্ণের বারসহ দুই জন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (১০ মে) দুপুর ২ টার দিকে খুলনা ২১বিজি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল বেনাপোল পোর্ট থানার খলশি বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩৪) ও বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে বাবলুর রহমান (৩৬)।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে শার্শার পাচভুলোট সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে।এ সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তে নজরদারি বৃদ্ধি করে।এক পর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকার থেকে সন্দেহভাজন দুই যুবক পালিয়ে যাবার চেষ্টা করে। বিজিবি ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে। পরে তাদের শরীর তল্লাশি করে অভিনব কায়দায় রাখা দুই কেজি ৩শ ‘ গ্রাম ওজনের ৯পি স্বর্ণেরবার জব্দ করে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের করে এবং জব্দকৃত স্বর্ণ সরকারের কোষাগারে জমা করা হয়েছে।

error: Content is protected !!