যশোরের বাঘারপাড়ার নারকেল বাড়িয়া ডক্টরস ক্লিনিকের মালিকসহ ৫জনের বিরুদ্ধে  আদালতে মামলা

লেখক:
প্রকাশ: 2 years ago

মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার :
যশোরের নারকেল বাড়িয়া ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যার্থ হওয়ায় ক্লিনিকটি সিলগালা করেছেন গত ১২ই এপ্রিল বুধবার দুপুরে যশোরের সিভিল সার্জনের একটি টিম এই সংবাদ টিভি চ্যানেল, পত্রিকায় ও অনলাইনে প্রকাশ করায় প্রকাশ করায়, ক্ষিপ্ত হয়ে ক্লিনিক মালিক ডাঃ জামিউল হাসান সেতুসহ তার লোকজন ওই ক্লিনিকের সামনে আতংকিত ভাবে সাংবাদিকদের উপর হামলা করেন এবং ক্যামেরা ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় খুন,গুমের হুমকি দেন। পরবর্তীতে নিজেকে বাঁচাতে গত ১৩ই এপ্রিল বৃহস্পতিবারে যশোরের আদালতে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন, মামলাটি যশোর সি আই ডিতে তদন্তে রয়েছেন। উক্ত মিথ্যা চাঁদাবাজি মামলায় এ্যাশিয়ান টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি নাসির উদ্দিন (নাসিম)কে প্রধান আসামি করে পাঁচ সাংবাদিকের নামে একটি  মামলা দায়ের করেন। ঈদে আদালত ছুটি থাকায় ২৫ শে এপ্রিল মঙ্গলবার সকালে যশোর আদালতে হাজির হয়ে, সাংবাদিক নাসির উদ্দিন (নাসিম) যশোরের বাঘারপাড়ার নারকেল বাড়িয়া ডক্টরস ক্লিনিকের মালিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন উক্ত মামলাটি  আদালত আমলে নিয়ে যশোর জেলা গোয়েন্দা শাখা কে তদন্তের দায়িত্ব দিয়েছে। উক্ত মামলার আসামিরা হলেন, (১)ডাঃ জামিউল হাসান সেতু (২) ফাতেমাতুল বন্হী (৩) ডাঃ সোনিয়া শারমিন (৪) সাবিয়া আক্তার মুন্নি (৫)রিয়াদ হাসান।
এদিকে ৫ সাংবাদিক নির্যাতনের ঘটনা ও সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়ের করায় বাংলাদেশ মফস্বল  সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এবং অনতিবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
error: Content is protected !!