যশোরের ঢাকুরিয়া সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ত্রাণ বিতরণ

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 months ago

মেহেদি হাসান, হরিদাসকাটি প্রতিনিধি:
মানুষ মানুষের জন্য স্লোগানকে সামনে রেখে সম্প্রীতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণসামগ্রী বিতরণ করেছে,যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া অঞ্চলের ঢাকুরিয়া সমাজকল্যাণ সংস্থা।
খুলনা পাইকগাছা সোলাদানার নোয়াই ও নারায়ন মল্লিক দুটি গ্রামের ১২২টি পরিবারের মাঝে ৪৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করে ঢাকুরিয়া সমাজকল্যাণ সংস্থা।
ত্রান সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ঢাকুরিয়ার সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি হাসান সরদার,সহ-সভাপতি ইরাদুল ইসলাম, সহ-সম্পাদক আব্দুর রহিম,অর্থ সম্পাদক আবু জিহাদ সহ ১৩ জন কর্মী।
 এসময় স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবার নগদ অর্থ হাতে পেয়ে বলেন ত্রাণের বিভিন্ন সামগ্রি পেলেও নগদ অর্থ এই প্রথমবার পেলাম তারা বলেন অনেক কিছু দিচ্ছে শুনেছি কিন্তু সেগুলো আমাদের কাছে পর্যন্ত পৌঁছাচ্ছে না।
ক্ষতিগ্রস্ত মানুষের দাবি রাস্তা গুলো মজবুত করে তৈরি করা হোক যাতে বন্যার পানি ঢুকে তাদের বসতবাড়ি ভেঙে না যায় এবং স্থায়ীভাবে বসত রক্ষা করতে পারে।
error: Content is protected !!