মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:
যশোর জেলা, কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ মনিরউদ্দিনের সন্তান, মোঃ ইকবাল হসেন (২৫) সাপের কাপড়ে মৃত্যু বরণ করেছেন,,, জানাগেছে মনিরউদ্দিনের ৫ সন্তান এবং দুই মেয়ে ছেলেদের মধ্যে ছোট ছেলে ইকবাল, সবাই বিবাহ করে আলাদা ভাবে নিজেকে গুছিয়ে নেওয়ার চিষ্টা করছেন, বিবাহ করছেন বেশ কিছুদিন তার সংসারে কোন সন্তান নেই, সরজমিনে গিয়ে এবং পারিবারিক সূত্রে জানা গেছে, ১২ই জিন সোমবার সকাল ১০ টার দিকে নিজের কাঁচা তরকারি লাগানো ক্ষেতে বেগুন লাগানো আছে সেই বেগুন ক্ষেতে কীটনাশক স্প্রে করতে যান, স্প্রে করার এক পর্যায়ে বেগুন ক্ষেত থেকে ১২টার টিকে কালাচ সাপ পায়ে দংশন করেন, তিনি সাপ টাকে দেখতে পান,কামড়ের পরে লাঠি দিয়ে আঘাত করার আগ মূহুর্তে কোন এক গর্তেট ভিতর লুকিয়ে পড়ে কালাচ সাপটি, এদিকে সাপে কামড়ানো ইকবাল হসেন বিষের যন্ত্রণায় মাঠে কাতর হয়ে পড়েন , পাশে থেকে লোক জন যন্ত্রণার চিৎকারের আওয়াজ পেলে ছুটে যায় বেগুন ক্ষেতের দিকে গিয়ে দেখেন ইকবাল মাটিতে পড়ে আছেন সাথে সাথে গামছা দিয়ে তার পা বেঁধে দেওয়া হয় এবং বাসায় নিয়ে আশা হয়, অতঃপর বাসায় নিয়ে এসে দড়ি দিয়ে ভালো ভাবে পা বেঁধে রাখেন, তারপর বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে ঝাড়ানো হয়, কবিরাজ দেখিয়ে কোন ফল না পেয়ে ডাক্তার দেখানোর পররর্শ নেন অতঃপর দুপুর ৩ টার দিকে খুলনা ২৫০ বেডে নিয়ে যাওয়ার জন্য বাড়ি অ্যাম্বুলেন্সে রওনা করেন, মাঝপথে গিলে ইকবাল হসেন মৃত্যু বরণ করেন। গোটা পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।