যশোরের কুয়াদায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: এম, ওয়াজেদ আলী
প্রকাশ: 1 month ago

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার কুয়াদায় জাগ্রত কম্পিউটার ট্রেনিং সেন্টারে  ব্র্যাকের  দক্ষতা উন্নয়ন কর্মসূচির ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি এই আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ব্যবসায়ী নেতাদের অংশ গ্রহণের মাধ্যমে বাজারে নারী বান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির গ্যাজুয়েট লার্নারদের জব প্লেসমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক সোবহান শেখ বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই,  পুরুষদের পাশাপাশি নারীরাও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।
সে ক্ষেত্রে আমাদের নারীদের দিকে বিশেষ নজর দিয়ে দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে তাদেরকে সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল রাজ্জাক, কর্মসূচি সংগঠক এস এম কামরুল হোসেন, রবীন কুমার চক্রবর্তী, সাংবাদিক শামিম হোসেন,  নওশের, মিজান, লাভলু, রব্বানী, রাজু, মানিক, উত্তম, জাবের প্রমুখ।
error: Content is protected !!