মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে ৬ নং ওয়ার্ড কামালপুর গ্রামে খালপাড়ে সরকারী গাছ কর্তনের অভিযোগ উঠেছে । সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার প্রকাশ্য দিবালোকে অভিনব কায়দায় কামালপুর গ্রামের বাখের আলী গাজীর ছেলে মনিরুজ্জামান (৩৮) এ সরকারি গাছ বিক্রয় ও কর্তন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, কামালপুর খালপাড়ে সামাজিক বন বিভাগ রেইন্ট্রি, আকাশমনি ও বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন করেন। ২৩/১১/২০০৩ ইং তারিখে বৃহস্পতিবার প্রকাশ্য দিবালোকে বাখের আলী গাজীর ছেলে মনিরুজ্জামান সরকারি ৩টি রেইন্ট্রি গাছ বিক্রয় এবং ২ টি গাছ কর্তন করেন। এ ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লে যশোর সামাজিক বন বিভাগ এর মালি আবু খায়ের তাৎক্ষণিক গাছ কাটা বন্ধ করে দেন। সরকারি গাছ বিক্রি বা কর্তনে বাধা দেওয়ায় মনিরুজ্জামান ওই গাছ আমার দাবি করে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন । এই ঘটনার সামাজিক বন বিভাগের ফজলুল রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, কামালপুর গ্রামে খালপাড়ে আমাদের সামাজিক বন বিভাগে গাছ লাগানো রয়েছে। ঐ গাছ গুলো ভিতর থেকে অভিনব কায়দায় ৩ টি রেইন্ট্রি গাছ বিক্রয় এবং দুটি কর্তন করেছেন। তবে সামাজিক বন বিভাগ এবং স্থানীয় আদালত কে না জানিয়ে এক গাছ কর্তন দণ্ডনীয় অপরাধ বলে জানান । এদিকে কর্তনকৃত গাছ ২ টি খালপাড়ে পড়ে থাকতে দেখা যায়।