মুহাঃ মোশাররফ হোসেন
মৌসুমী ফল খান,
দেহ থেকে রোগ বালাই তাড়ান।
হবেন নিশ্চয় স্বাস্থ্যবান!
প্রতিবছর বেশি বেশি গাছ লাগান।
গড়ে তুলেন ফলদি বাগান,
এ কথাটি সবাইকে বোঝান।
সরস ও সতেজ ফল খান,
গায়ে বেশি বেশি বল জোগান।
আমলকী, লেবু, আম, ও আমড়া
লিচু, জামরুল, কলা ও কামরাঙ্গা।
জাম, আনারস, বেল ও কাঠাল"
তরমুজ, বাঙ্গি, জাম্বুরা আর তাল।
মধুমাসের এ সময়ে খেলে এসব ফল!
রোগ বালাই যাবে পালিয়ে, দেহ হবে সবল।