মৌমিতা
কলমে-তোফায়েল আহমেদ
মৌআল রা মধু আহরণের জন্য খুলেছে তোমার ফিতা
১৮-২০ জন তোমার মধু খেয়েছে, নিস্তব্ধ মৌমিতা।
তোমার কলিগও তো মেয়েই ছিলো,ছিলো না বিবেক বোধ
তার জন্যই শকুনের দল ঠুকরে খেয়েছে তোমায়,কেউ করে নি রোধ।
আমাদের চরিত্র ফুটফুটে সুন্দর, তাইতো করছি যেমন মন চায়
সবাইকে বিদ্রোহ করতে হবে,প্রতিহত করতে হবে সকল অন্যায়।
আইনের শাসন প্রতিষ্ঠিত হলে,দেখতে হতো না এমন আচরণ
তোমার জন্য কোটি মানুষের, মস্তিষ্কে হচ্ছে রক্তক্ষরণ!
সকল অপরাধীর ফাঁসির দাবি করি,তোমার এক ভাই
মাফ করে দিও মৌমিতা,এজন্য আমরাই ছিলাম দায়ী।