মোদিনীপুর কিষান কংগ্রেসের আহবানে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া

লেখক: ভারত বাংলা প্রতিনিধি
প্রকাশ: 2 weeks ago

মনোয়ার ইমাম, কলকাতা, ভারত:

পূর্ব মেদিনীপুর জেলা কিষান কংগ্রেসের আহবানে সাম্প্রতিক অতিবৃষ্টি এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত সকল কৃষককে সঠিকভাবে চিহ্নিত করা এবং সকলকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়া সহ শস্যবীমা ও কৃষক বীমা অতিদ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রদান করা, সকল কৃষকের কৃষি ঋণ মুকুব এবং কৃষি ও কৃষকের স্বার্থে নিষ্কাশন সংস্কার এবং সেচের সুব্যবস্থা করার দাবিতে আজ ৩০ শে অক্টোবর বিকাল ৩ টায় নিমতৌড়ি বাস স্টপ থেকে প্রায় দুই শতাধিক কৃষক ও বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্ব কোণের একটি সুসজ্জিত মিছিল ডিএম অফিস পর্যন্ত সংগঠিত হয়।

মিছিলের পুরো ভাগে ছিলেন প্রদেশ কিষাণ কংগ্রেস চেয়ারম্যান,তপন দাস, প্রদেশ কংগ্রেস সম্পাদক,মিলন প্রধান, জেলা কিষান কংগ্রেস চেয়ারম্যান,সুব্রত মহাপাত্র, জেলা কংগ্ৰেসের সাধারন সম্পাদক সনৎ বটব্যাল,প্রবীণ কৃষক নেতৃত্ব তরুণ সামন্ত অশোক গুড়িয়া,দীপক দাস, সুদর্শন মান্না,কল্যান রায়,বারিদ মহান্তি,বিশ্বরঞ্জন মন্ডল, তপন মাইতি,গৌর হরি মাইতি,সুবীর মন্ডল, লিরিকা আক্তার,চিন্ময় মন্ডল,সমীর হোসেন প্রমুখ ও নেতৃত্ব গন। মাননীয় জেলা শাসকের কার্যালয়ে এই সকল দাবির ভিত্তিতে দীর্ঘ আলোচনা হয় এবং অতিসত্বর জেলার সকল কৃষক সংগঠনকে জেলা শাসকের পক্ষ থেকে সভা ডেকে সামগ্রিক বিষয়ে প্রস্তাব এবং সিদ্ধান্ত নিতে আবেদন জানানো হয়।

মাননীয় জেলা শাসক মহাশয় সেই সাথে সম্প্রতি আবাস যোজনা প্রকল্পের সমীক্ষা সম্পর্কেও নেতৃত্ব গ্রহণ জেলা কিষান কংগ্রেসের চেয়ারম্যান,জেলা শাসকের কাছে দাবি করেন যে প্রকৃত প্রাপক নির্ধারণ হোক প্রশাসনের পক্ষ থেকে।
পঞ্চায়েতের ও শাসক টিএমসি দলের স্তাবকতা ও দল বাজিতে আমলাদের সাহায্য করে নয়।

error: Content is protected !!