সোহেল রানাঃ
যশোরের বেনাপোলে ০.২৩৪ গ্রাম ওজনের দুই পিস স্বর্ণেরবার, ১২ লাখ ৫৫ হাজার টাকাসহ ইয়ামিন হোসেন (২৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) সদস্যরা। এ ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার বিকেলে বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে তাকা আটক করা হয়।আটক ইয়ামিন হোসেন বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর গ্রামের বাদশাহ মল্লিক এর ছেলে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি ) এর অধিনায়ক লে.কর্ণেল আহমেদ জামিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে এক মোটরসাইকেল আরোহী ও তার ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা দুই পিস স্বর্ণেরবার, বাংলাদেশী ১২লক্ষ ৫৫হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণেরবারের ওজন ০.২৩৪ গ্রাম যার বর্তমান মূল্য ২৩ লক্ষ ৪০ হাজার টাকা।
আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।