মোজাম্মেল হক ও সংসদ সদস্য-কে শুভেচ্ছা জানিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হকের  দোয়া নিয়ে মণিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিলেন সাবেক ছাত্র নেতা ডিএম শরিফুল ইসলাম। তিনি গত কাল রাতে প্রবাস থেকে রাত সাড়ে এগারোটায় হজরত  শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  পৌঁছালে ঢাকা থেকে বাল্যবন্ধু ডাঃ মেহেদী হাসান সহ নেতা কর্মীরা তাকে রিসিভ করে। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঢাকায় ব্যক্তিগত  কাজ সেরেই দুই এক দিনের ভেতরেই মণিরামপুর আসবেন বলে জানায়।
শরিফুল ইসলামের আগমনে মণিরামপুর বাসী জানায় আমরা সৎ যোগ্য নেতৃত্বে বিশ্বাসী ডিএম শরিফুল ইসলাম একজন সৎ যোগ্য ভাইস চেয়ারম্যান প্রার্থী। তা ছড়া তিনি আওয়ামী লীগের দূর-সময়ের ছাত্র নেতা।
আমরা মণিরামপুর বাসী তার আগমনের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।ইনশাআল্লাহ ডিএম শরিফুল ইসলাম বিপুল ভোটে বিজয় ছিনিয়ে এনে মণিরামপুর বাসী কে আগলে রাখবে।শরিফুল ইসলাম প্রবাসে থেকেও মণিরামপুর বাসির সুখে দুঃখে পাসে থেকেছেন,সহযোগিতা করেছেন।আমাদের বেশী চাহিদা না,অর্থ দিয়ে সহযোগিতা করার প্রয়োজন নাই,আমাদের প্রয়োজন একটু ভালো ব্যাবহার ও ভালোবাসা।
ডিএম শরিফুল ইসলাম জানায় আমি নির্বাচনে আসছি শুধু মণিরামপুর বাসীর পাসে সন্তান হিসাবে থাকতে।দীর্ঘ যাবত মণিরামপুর উপজেলা ব্যাপী চাঁদাবাজি, চোলা তোলা,গরীবের চাউল চুরি,গরিবের অধিকার হরণ,সহ অসংখ্য অভিযোগ বড়ো বড়ো নেতাদের বিরুদ্ধে। আমি আজীবন দূর্ণীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছি,আমি কোনো প্রকার দূর্ণীতিবাজদের সহ্য করতে পারিনা।গরীবের অধিকার গরীব কেই দিতে হবে।
আমি নির্বাচিত হলে মণিরামপুর কোনো দূর্নীতি হবে না,গরীব গরীবের অধিকার ফিরে পাবে।ইনশাআল্লাহ আমাকে নিয়ে কখনো কনো দূর্নীতির অভিযোগ পাবেন না।আমি আপনাদের সন্তান, ও ভাই হিসেবে পাসে থাকতে চাই।আমাকে নিয়ে যদি কখনো কনো অভিযোগ পেয়ে থাকেন আর কখনো আপনাদের দোয়ারে ভোট চাইতে যাবো না।
আমি দীর্ঘ দিনের অভিশাপ থেকে মণিরামপুর বাসী কে মুক্ত করতে চাই। তিনি ঢাকায় এসেই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও যশোর (০৫) মণিরামপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব এসএম ইয়াকুব আলী,ও বাল্যবন্ধু মানবিক ডাঃ মেহেদী হাসান কে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও আর্শীবাদ নিয়েছেন।তিনি মণিরামপুর বাসীর কাছে দোয়া ও আর্শীবাদ চেয়েছেন।
error: Content is protected !!