![](https://newsbdjournalist24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ঝিনাইদহ প্রতিনিধি:
হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করায় মোচিক শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ফলাফল গ্রহণ করেনি শ্রম অধিদপ্তর
মোবারকগঞ্জ চিনিকল (মোচিক) শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ নির্বাচন ২০২৫-এর চূড়ান্ত ফলাফল হাইকোর্টের নির্দেশনা অনুসরণ না করায় শ্রম অধিদপ্তর গ্রহণ করেনি। একই সঙ্গে নির্বাচনের খরচ ইউনিয়নের তহবিল থেকে করা হলে তা ১৬ ফেব্রুয়ারির মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শ্রম অধিদপ্তরের সিদ্ধান্ত
গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে এ আদেশ জারি করা হয়। চিঠিটি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিরন্ময় বিশ্বাসের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এবং শ্রমিক ইউনিয়ন বরাবরও অনুলিপি প্রেরণ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচনটি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী করার কথা থাকলেও তা উপেক্ষা করে গত ৫ জানুয়ারি ভোটগ্রহণ করা হয়। এরপর চূড়ান্ত ফলাফল শ্রম অধিদপ্তরে পাঠানো হলে তা গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচন পরিচালনা কমিটির প্রতিক্রিয়া
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিরন্ময় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, “শ্রম অধিদপ্তরের চিঠি পেয়েছি। তারা যদি নির্বাচনের ফলাফল গ্রহণ না করে, তাহলে আমার কিছু করার নেই। তবে নির্বাচনের জন্য ইউনিয়নের তহবিল থেকে কোনো অর্থ খরচ করা হয়নি। এটি প্রার্থীদের মনোনয়ন ফি দিয়েই পরিচালিত হয়েছে।”
মোচিকের ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য
মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মুঠোফোনে সাড়া দেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
প্রেক্ষাপট
হাইকোর্টের নির্দেশনা অনুসরণ না করার বিষয়টি নিয়ে শ্রম অধিদপ্তরের এমন পদক্ষেপ নজিরবিহীন বলে অনেকে মনে করছেন। নির্বাচনের বৈধতা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই ঘটনাটি শ্রমিক ইউনিয়ন ও চিনিকল ব্যবস্থাপনায় আইনি ও প্রশাসনিক নির্দেশনার গুরুত্বের প্রতি আবারও আলোকপাত করেছে।