সবে কদর রাত
হাজার মাসের থেকে উত্তম
শবে কদর রাত,
সাওম মাসের শেষ দশকে
করো মুনাজাত।
শেষ দশকের বেজোড় রাতে
ফেলো অস্রু জল,
প্রেমময় সে রবে দেবেন
প্রতিদানের ফল।
মর্যাদার এ রাতে কোরআন
নাযিল করেন রব,
রবের দয়ায় পাপী বান্দাহ
ক্ষমা পাবে সব।
হাজার হাজার ফেরেস্তারা
আসে জমিন পর,
ফজর ওয়াব্দী সোয়াব লিখে
যায় যে রবের তর।
ভাগ্যলিপি লেখেন বান্দার
ক্ষমা করেন পাপ,
ইবাদতের মাঝে বান্দার
হয় যে গুনাহ্ মাফ।
কল্যাণময় রাত পেতে বান্দাহ
হারাম করে ঘুম,
রহম করো দিতে মালিক
কুদরতি পায় চুম।