মোঃ বুলবুল হোসেনের লেখা কবিতা “সূর্য মামা”

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোঃ বুলবুল হোসেনঃ

সূর্য মামা হাসছে দেখো

পূর্বে আকাশ ওই,

ছোট কাকা কেমন করে

ঘুমের ঘরে রই।

তোমায় দেখে মিষ্টি সুরে

পাখি করছে গান,

বিলের বুকে শাপলা হাসে

দাদার মুখে পান।

দূর্বাঘাসে শিশির বিন্দু

কি ঝলমল করে,

মাছ ধরতে জেলেদের দল

জাল টেনে ধরে।

সকাল বেলায় মিষ্টি রোদে

সূর্য মামা সই

ফুলের মাঝে ভ্রমর গুলো

মধু তুলে ওই।

ভোরের আলো সবুজ মাঠে

হিমেল হাওয়ায় দুল,

ভোর বেলাতে গন্ধ বিলায়

গোলাপ বকুল ফুল।

error: Content is protected !!