মোঃ বুলবুল হোসেনের লেখা কবিতা “শান্তি পাবে দিলে”

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

মোঃ বুলবুল হোসেন

দেশের সেবায় যাবো নেমে
কর্মের পথে আর না থেমে
গড়ে তোল চেতা,
খাদ্য পণ্য বস্তা ভরে
যোগ্য মানব আপন করে
কর্ম ফলে নেতা।

টাকা পয়সা বস্তায় ভরে
ভোটের পরে পাচার করে
লোভী ব্যক্তি যারা,
চলবে না আর এই ভন্ডামী
সত্যের পথ সব চেয়ে দামী
ফেঁসে যাবে তারা।

কারো মাঝে লোভ না রবে
মনের মাঝে সুরটা তবে
থাকবো সবাই মিলে,
মানব সেবায় থাকবো মেতে
গরিব দুঃখীর হাসি পেতে
শান্তি পাবে দিলে।

সকাল-সন্ধ্যা হৃদয় মাঝে
ভালোবাসা সকল সাঁঝে
দয়ার সাগর প্রভু,
থাকবো না আর মন্দ কাজে
পরতে হবে শরম লাজে
হাল ছেড়ো না কভু।

error: Content is protected !!