মোঃ বুলবুল হোসেনের লেখা কবিতা “ফুলের বাহার”

লেখক: Rakib hossain
প্রকাশ: 5 hours ago

ফুলের বাহার”

মোঃ বুলবুল হোসেন 

বিকেল বেলায় হলুদ ফুলে

করছে কেমন ঢঙ,

মিষ্টি হেসে হালে দোলে

বাহারি তার রঙ।

মধু তুলতে উড়ে আসে

মৌমাছির ঐ দল,

সবুজ পাতায় মুখ লুকিয়ে

আমার সাথে চল।

প্রজাপতি হলুদ ফুলে

দেখতে লাগে বেশ,

গাঁদা সাথে সূর্যমুখী

ছড়ায় খুশির রেশ।

শীতের বুড়ি নতুন সাজে

মনে লাগে সুখ,

এই দেশেতে জন্ম নিয়ে

ভরে ওঠে বুক।

ফুলের মেলায় পাখির কণ্ঠে

মিষ্টি মধুর গান,

সর্ষে ফুলের গন্ধে ব্যাকুল

জুড়ায় মনঃপ্রাণ ।

error: Content is protected !!