মোঃ বুলবুল হোসেনের লেখা কবিতা “যত্নে গড়া পোষা পাখি”

লেখক: mosharraf hossain
প্রকাশ: 2 years ago

যত্নে গড়া পোষা পাখি
মোঃ বুলবুল হোসেন:

যত্নে গড়া পোষা পাখি রইলি রে তুই কই
তোর বিরহে কষ্ট গুলো বুকের মাঝে লই।

তুই যে আমার চোখের আলো তুই পরানের সই,
নদী জানে পাহাড় জানে স্বপ্ন গুলো কই।
যত্নে গড়া পোষা পাখি রইলি রে তুই কই
তোর বিরহে কষ্ট গুলো বুকের মাঝে লই।

অন্ধকারে জোৎস্নার আলো রুপের রানী তুই
তোর নদীতে মাঝি আমি পরান পাখি জুঁই।
যত্নে গড়া পোষা পাখি রইলি রে তুই কই
তোর বিরহে কষ্ট গুলো বুকের মাঝে লই।

চোখের জলে বুক ভেসে যায় একলা ঘরে রই,
বিকেল বেলায় নদীর কাছে মনের কথা কই
যত্নে গড়া পোষা পাখি রইলি রে তুই কই
তোর বিরহে কষ্ট গুলো বুকের মাঝে লই।

error: Content is protected !!