মোঃ এমদাদুল হক,ঢাকুরিয়া প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে সাশ্রয়ীমূল্যে পণ্যে সামগ্রী ক্রেতার হাতে তুলে দিতে মনিরামপুরে ট্রাকসেলের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে মেসার্স জামি ভ্যারাইটিজ স্টোর ,
ন্যায্য মূল্যে সহায়তা কার্ডের মাধ্যমে ,ঢাকুরিয়া বাজারে ন্যায্য মূল্য সহায়তা কার্ডের মাধ্যমে পন্য বিক্রয়ের উদ্বোধন করেন ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ও ঢাকুরিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি জনাব মোঃ এরশাদ আলী সরদার, সহ উপস্থিত ছিলেন ইউপি সদস্য বিল্লাল হোসেন, ইউপি সদস্য আলমগীর হোসেন, মহিলা ইউপি সদস্য সাথী বেগম,ও মনিরামপুর বাংলাদেশ প্রেসক্লাব এর,
সেক্রেটারী মোঃ তৌহিদুর রহমান, আজ, ৪/৩/২০২৪/ সোমবার সকাল থেকে পন্য বিক্রয় শুরু করেন, মেসার্স জামি ভ্যারাইটিজ স্টোর ,এর পরিচালক মোঃ জাকির হোসেন, এর সভাপতিত্বে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২.৫০০ শত, ন্যায্য মূল্য সহায়তা কার্ড প্রদান করা হয় এতে, উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নে ২ শত অসহায় পরিবারের মাঝে ন্যায্য মূল্যে এই পন্য বিক্রয় করা হয়,
যার প্যকেজ মূল্য ৭ শত টাকা, প্যাকেজে যা থাকছে, সয়াবিন তেল ২ দুই লিটার, আটা ২ কেজি, মুসুরির ডাল ১ কেজি , রাঁধুনি মসলা ১ প্যাকেট, সরিসার তেল ২ শত গ্রামের ১ টি ,গায়ে মাখা সাবান একটি, কাপড় ধোয়া পাউডার ৫০০ শত গ্রামের ১ প্যাকেট, এই স্বল্পমূল্যে সহায়তা কার্ডের, পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা।