প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৩, ৬:৫৯ অপরাহ্ণ
মুহাঃ মোশাররফ হোসেন এর লেখা কবিতা “ঘুম কাতুর”
মুহাঃ মোশাররফ হোসেন
সারাদিন বাবা শুধু ঘুমায়,
কখনো সকাল কখনো দুপুর
জানা নেই তার নির্দিষ্ট সময়।
কখন উঠবে কখন খাবে
কখন করবে স্কুলের পড়া,
মাস্টার মশাই পড়া ধরলে
রাগে হয় খরা।
না ডাকলে উঠবেনা
নিজের ইচ্ছায় পড়বে না"
মা ডাকলে করে রাগ!
বাপ ডাকলে দেই ঝাপ।
ঘুম কাতুরে ঘুম কাতুরে
ঘুম এখন হয়েছে সঙ্গী,
একটু খানি কথা বললে
চোখ ওঠে রাঙ্গী?
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com