মুহাঃ মোশাররফ হোসেন
একদিন মনের গহীনে ছিল
পিতৃকুলের বহু ভাবনা,
ভাবনাতো থেকেই গেলো
পুরন হলোনা সেই বাসনা।
হারিয়ে যাচ্ছে হৃদয় থেকে
মনের সব অজানা চেতনা,
কাছে এসেও দূরে সরে যায়
আমার হৃদয়ের সেই ভাবনা।
হৃদয়গহীনে চেয়েছি যাহা পাইনি তাহা
সেই ভাবনা এখনো আছে অজানা,
মনকষ্ট আর আকুতি মনেই রইল
এখন আর আসবেনা সেই ভাবনা।
এখন ভাবছি নিজ পরিবার নিয়ে
ছুড়ে ফেলেছি সেই কাংখিত ভাবনা,
কিছু সময় আছে ফেলতে হয় ছুড়ে
পিছনের সকল চিন্তা চেতনা।
কিছু স্বপ্ন আছে বাস্তব হয়না
স্বপ্ন কিন্তু শুধু স্বপ্নই রই,
অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে আকড়ে
সকল বাধাই করতে হয় জয়।