মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “বাট-পার”

লেখক: Rakib hossain
প্রকাশ: 6 months ago
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বাট-পা
মুহাঃ মোশাররফ হোসেন

লিখা নাই,পড়া নাই
সমাজের সরদার,
জ্ঞানীগুণী চুপচাপ
বিচার করে বাটপার।

অল্প বিদ্যা ভয়ঙ্কর
কথা বলে চট-পট.
নিজের স্বার্থে ফয়দা লুটতে
করে তারা লুট-পাট।

লিখা পড়ার ধার-ধারেনা
করে শুধু মাস্তানি,
জ্ঞানীগুণীর নিরবতায়
স্বাধরণ লোক খাই ছ্যাকানি।

ভালো লোকের ভাত নাই
বাট-পারের অভাব নাই,
বাট-পারের পকেট ভারী
ভালো লোকের যায়গা নাই।

অর্থের জন্য খাইতে পারেনা
দেশের পণ্য বিদেশ যায়,
দেশটা চলছে আমলাতন্ত্রে
এসব কারো মাথায় নাই।

error: Content is protected !!